সুরা শামস (৯১)

কুরআনের বাংলা অনুবাদ – Page 10 – আল্লাহ সর্ব শক্তিমান

সুরা শামস (৯১)

1 وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا উচ্চারণ: ওয়াশ শামছি ওয়াদু হা-হা-। অর্থ: শপথ সূর্যের ও তার কিরণের, ইংরেজী: By the Sun and his (glorious) splendour; 2 وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا উচ্চারণ: ওয়াল কামারি ইযা-তালা-হা-। অর্থ: শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, ইংরেজী: By the Moon as she follows him; 3 وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا উচ্চারণ: ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা-। অর্থ: […]

সুরা লাইল (৯২)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَى শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, [ সুরা লাইল ৯২:১ ] وَالنَّهَارِ إِذَا تَجَلَّى শপথ দিনের, যখন সে আলোকিত হয় [ সুরা লাইল ৯২:২ ] وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَى এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, [ সুরা লাইল ৯২:৩ ] إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى নিশ্চয় তোমাদের কর্ম […]

সুরা দুহা (৯৩)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالضُّحَى শপথ পূর্বাহ্নের, [ সুরা দুহা ৯৩:১ ] وَاللَّيْلِ إِذَا سَجَى শপথ রাত্রির যখন তা গভীর হয়, [ সুরা দুহা ৯৩:২ ] مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। [ সুরা দুহা ৯৩:৩ ] وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى আপনার জন্যে পরকাল ইহকাল […]

সুরা আলাম-নাশরাহ (৯৪)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? [ সুরা আলাম-নাশরাহ ৯৪:১ ] وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ আমি লাঘব করেছি আপনার বোঝা, [ সুরা আলাম-নাশরাহ ৯৪:২ ] الَّذِي أَنقَضَ ظَهْرَكَ যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। [ সুরা আলাম-নাশরাহ ৯৪:৩ ] وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। […]

সুরা তীন (৯৫)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, [ সুরা তীন ৯৫:১ ] وَطُورِ سِينِينَ এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, [ সুরা তীন ৯৫:২ ] وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ এবং এই নিরাপদ নগরীর। [ সুরা তীন ৯৫:৩ ] لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। [ সুরা তীন […]

সুরা আলাক (৯৬)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন [ সুরা আলাক ৯৬:১ ] خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। [ সুরা আলাক ৯৬:২ ] اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, [ সুরা আলাক ৯৬:৩ ] الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ যিনি […]

সুরা ক্বদর (৯৭)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ আমি একে নাযিল করেছি শবে-কদরে। [ সুরা ক্বদর ৯৭:১ ] وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? [ সুরা ক্বদর ৯৭:২ ] لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। [ সুরা ক্বদর ৯৭:৩ ] تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ […]

সুরা বাইয়্যেনাহ (৯৮)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত। [ সুরা বাইয়্যেনাহ ৯৮:১ ] رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةً অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা, [ […]

সুরা যিলযাল (৯৯)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, [ সুরা যিলযাল ৯৯:১ ] وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا যখন সে তার বোঝা বের করে দেবে। [ সুরা যিলযাল ৯৯:২ ] وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا এবং মানুষ বলবে, এর কি হল ? [ সুরা যিলযাল ৯৯:৩ ] يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا সেদিন সে […]

সুরা আদিয়্যাত (১০০)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, [ সুরা আদিয়্যাত ১০০:১ ] فَالْمُورِيَاتِ قَدْحًا অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের [ সুরা আদিয়্যাত ১০০:২ ] فَالْمُغِيرَاتِ صُبْحًا অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের [ সুরা আদিয়্যাত ১০০:৩ ] فَأَثَرْنَ بِهِ نَقْعًا ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে [ সুরা আদিয়্যাত ১০০:৪ ] فَوَسَطْنَ بِهِ جَمْعًا […]

Tagged

You cannot copy content of this page