সুরা লাহাব (১১১)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, [ সুরা লাহাব ১১১:১ ] مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। [ সুরা লাহাব ১১১:২ ] سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে […]
সুরা ইখলাস (১১২)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন, তিনি আল্লাহ, এক, [ সুরা ইখলাস ১১২:১ ] اللَّهُ الصَّمَدُ আল্লাহ অমুখাপেক্ষী, [ সুরা ইখলাস ১১২:২ ] لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি [ সুরা ইখলাস ১১২:৩ ] وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ এবং তার সমতুল্য কেউ নেই। [ […]
সুরা ফালাক (১১৩)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, [ সুরা ফালাক ১১৩:১ ] مِن شَرِّ مَا خَلَقَ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, [ সুরা ফালাক ১১৩:২ ] وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, [ সুরা ফালাক ১১৩:৩ ] وَمِن […]