(খ) নোক্তাযুক্ত অক্ষরসমূহ

আল্লাহ সর্ব শক্তিমান – Page 14 – আল্লাহ সর্ব শক্তিমান

(খ) নোক্তাযুক্ত অক্ষরসমূহ

(ক) কাছাকাছি আকৃতির আরবি অক্ষর

আরবি অক্ষরের উচ্চারণ

আরবি বর্নমালা

পরামর্শ

ভূমিকা

সুরা ফাতিহা (০১)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ যাবতীয় প্রশংসা আল্লাহ তা’ আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। الرَّحْمـنِ الرَّحِيمِ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। مَالِكِ يَوْمِ الدِّينِ যিনি বিচার দিনের মালিক। إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা […]

সুরা বাকারা (০২)

সুরা বাকারা ১ সুরা বাকারা ২ সুরা বাকারা ৩ সুরা বাকারা ৪ সুরা বাকারা ৫ সুরা বাকারা ৬ بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ الم আলিফ লাম মীম। [ সুরা বাকারা ২:১ ] ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য, [ সুরা বাকারা ২:২ ] الَّذِينَ […]

সুরা ইমরান (০৩)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ الم আলিফ লাম মীম। [ সুরা ইমরান ৩:১ ] اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। [ সুরা ইমরান ৩:২ ] نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقاً لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالإِنجِيلَ তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে; যা সত্যায়ন […]

সুরা নিসা (০৪)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالاً كَثِيراً وَنِسَاء وَاتَّقُواْ اللّهَ الَّذِي تَسَاءلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি […]

Tagged

You cannot copy content of this page