সুরা হা-মীম (৪১)

কুরআনের বাংলা অনুবাদ – Page 5 – আল্লাহ সর্ব শক্তিমান

সুরা হা-মীম (৪১)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ حمহা-মীম। [ সুরা হা-মীম ৪১:১ ]تَنزِيلٌ مِّنَ الرَّحْمَنِ الرَّحِيمِএটা অবতীর্ণ পরম করুণাময়, দয়ালুর পক্ষ থেকে। [ সুরা হা-মীম ৪১:২ ]كِتَابٌ فُصِّلَتْ آيَاتُهُ قُرْآنًا عَرَبِيًّا لِّقَوْمٍ يَعْلَمُونَএটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবী কোরআনরূপে জ্ঞানী লোকদের জন্য। [ সুরা হা-মীম ৪১:৩ ]بَشِيرًا وَنَذِيرًا فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُونَসুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, অতঃপর তাদের […]

সুরা শূরা (৪২)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ حمহা-মীম। [ সুরা শূরা ৪২:১ ]عسقআইন, সীন ক্বা-ফ। [ সুরা শূরা ৪২:২ ]كَذَلِكَ يُوحِي إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ اللَّهُ الْعَزِيزُ الْحَكِيمُএমনিভাবে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করেন। [ সুরা শূরা ৪২:৩ ]لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُনভোমন্ডলে যা কিছু আছে […]

সুরা যূখরুফ (৪৩)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ حمহা-মীম। [ সুরা যূখরুফ ৪৩:১ ]وَالْكِتَابِ الْمُبِينِশপথ সুস্পষ্ট কিতাবের, [ সুরা যূখরুফ ৪৩:২ ]إِنَّا جَعَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَআমি একে করেছি কোরআন, আরবী ভাষায়, যাতে তোমরা বুঝ। [ সুরা যূখরুফ ৪৩:৩ ]وَإِنَّهُ فِي أُمِّ الْكِتَابِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيمٌনিশ্চয় এ কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লওহে মাহফুযে। [ সুরা যূখরুফ ৪৩:৪ […]

সুরা দুখান (৪৪)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ حمহা-মীম। [ সুরা দুখান ৪৪:১ ]وَالْكِتَابِ الْمُبِينِশপথ সুস্পষ্ট কিতাবের। [ সুরা দুখান ৪৪:২ ]إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَআমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। [ সুরা দুখান ৪৪:৩ ]فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍএ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। [ সুরা দুখান ৪৪:৪ ]أَمْرًا مِّنْ […]

সুরা যাসিয়া (৪৫)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ حمহা-মীম। [ সুরা যাসিয়া ৪৫:১ ]تَنزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِপরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব। [ সুরা যাসিয়া ৪৫:২ ]إِنَّ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّلْمُؤْمِنِينَনিশ্চয় নভোমন্ডল ও ভূ-মন্ডলে মুমিনদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। [ সুরা যাসিয়া ৪৫:৩ ]وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِن دَابَّةٍ آيَاتٌ لِّقَوْمٍ يُوقِنُونَআর তোমাদের সৃষ্টিতে এবং […]

সুরা আহক্বাফ (৪৬)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ حمহা-মীম। [ সুরা আহক্বাফ ৪৬:১ ]تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِএই কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। [ সুরা আহক্বাফ ৪৬:২ ]مَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُّسَمًّى وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنذِرُوا مُعْرِضُونَনভোমন্ডল, ভূ-মন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্যেই সৃষ্টি করেছি। আর […]

সুরা মুহাম্মাদ (৪৭)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْযারা কুফরী করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন। [ সুরা মুহাম্মাদ ৪৭:১ ]وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِن رَّبِّهِمْ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْআর যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম সম্পাদন […]

সুরা ফাতাহ (৪৮)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِينًاনিশ্চয় আমি আপনার জন্যে এমন একটা ফয়সালা করে দিয়েছি, যা সুস্পষ্ট। [ সুরা ফাতাহ ৪৮:১ ]لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيمًاযাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যত ত্রুটিসমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তাঁর নেয়ামত পূর্ণ করেন ও […]

সুরা হুজুরাত (৪৯)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌমুমিনগণ! তোমরা আল্লাহ ও রসূলের সামনে অগ্রণী হয়ো না এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। [ সুরা হুজুরাত ৪৯:১ ]يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ […]

সুরা ক্বাফ (৫০)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ ق وَالْقُرْآنِ الْمَجِيدِক্বাফ! সম্মানিত কোরআনের শপথ; [ সুরা ক্বাফ ৫০:১ ]بَلْ عَجِبُوا أَن جَاءهُمْ مُنذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَذَا شَيْءٌ عَجِيبٌবরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে। অতঃপর কাফেররা বলেঃ এটা আশ্চর্যের ব্যাপার। [ সুরা ক্বাফ ৫০:২ ]أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌআমরা […]

Tagged

You cannot copy content of this page