সুরা নূহ (৭১)

কুরআনের বাংলা অনুবাদ – Page 8 – আল্লাহ সর্ব শক্তিমান

সুরা নূহ (৭১)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌআমি নূহকে প্রেরণ করেছিলাম তাঁর সম্প্রদায়ের প্রতি একথা বলেঃ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর, তাদের প্রতি মর্মন্তদ শাস্তি আসার আগে। [ সুরা নূহ ৭১:১ ]قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُّبِينٌসে বলল, হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্যে […]

সুরা জ্বীন (৭২)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًاবলুনঃ আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছেঃ আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি; [ সুরা জ্বীন ৭২:১ ]يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَا أَحَدًاযা সৎপথ প্রদর্শন করে। ফলে […]

সুরা মুযযাম্মিল (৭৩)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُزَّمِّلُহে বস্ত্রাবৃত! [ সুরা মুযযাম্মিল ৭৩:১ ]قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًاরাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে; [ সুরা মুযযাম্মিল ৭৩:২ ]نِصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًاঅর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম [ সুরা মুযযাম্মিল ৭৩:৩ ]أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًاঅথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে। […]

সুরা মুদ্দাসসির (৭৪)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُدَّثِّرُহে চাদরাবৃত! [ সুরা মুদ্দাসসির ৭৪:১ ]قُمْ فَأَنذِرْউঠুন, সতর্ক করুন, [ সুরা মুদ্দাসসির ৭৪:২ ]وَرَبَّكَ فَكَبِّرْআপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন, [ সুরা মুদ্দাসসির ৭৪:৩ ]وَثِيَابَكَ فَطَهِّرْআপন পোশাক পবিত্র করুন [ সুরা মুদ্দাসসির ৭৪:৪ ]وَالرُّجْزَ فَاهْجُرْএবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। [ সুরা মুদ্দাসসির ৭৪:৫ ]وَلَا تَمْنُن تَسْتَكْثِرُঅধিক প্রতিদানের আশায় অন্যকে […]

সুরা কিয়ামা’ত (৭৫)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِআমি শপথ করি কেয়ামত দিবসের, [ সুরা কিয়ামা’ত ৭৫:১ ]وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِআরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়- [ সুরা কিয়ামা’ত ৭৫:২ ]أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُমানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? [ সুরা কিয়ামা’ত ৭৫:৩ ]بَلَى قَادِرِينَ عَلَى أَن […]

সুরা দা’হর (৭৬)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ هَلْ أَتَى عَلَى الْإِنسَانِ حِينٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُن شَيْئًا مَّذْكُورًاমানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। [ সুরা দা’হর ৭৬:১ ]إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًاআমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে […]

সুরা মুরসালাত (৭৭)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالْمُرْسَلَاتِ عُرْفًاকল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ, [ সুরা মুরসালাত ৭৭:১ ]فَالْعَاصِفَاتِ عَصْفًاসজোরে প্রবাহিত ঝটিকার শপথ, [ সুরা মুরসালাত ৭৭:২ ]وَالنَّاشِرَاتِ نَشْرًاমেঘবিস্তৃতকারী বায়ুর শপথ [ সুরা মুরসালাত ৭৭:৩ ]فَالْفَارِقَاتِ فَرْقًاমেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং [ সুরা মুরসালাত ৭৭:৪ ]فَالْمُلْقِيَاتِ ذِكْرًاওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- [ সুরা মুরসালাত ৭৭:৫ ]عُذْرًا أَوْ نُذْرًاওযর-আপত্তির অবকাশ […]

সুরা নাবা (৭৮)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءلُونَতারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? [ সুরা নাবা ৭৮:১ ]عَنِ النَّبَإِ الْعَظِيمِমহা সংবাদ সম্পর্কে, [ সুরা নাবা ৭৮:২ ]الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَযে সম্পর্কে তারা মতানৈক্য করে। [ সুরা নাবা ৭৮:৩ ]كَلَّا سَيَعْلَمُونَনা, সত্ত্বরই তারা জানতে পারবে, [ সুরা নাবা ৭৮:৪ ]ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَঅতঃপর না, সত্বর তারা জানতে পারবে। [ […]

সুরা নাজিয়াত (৭৯)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالنَّازِعَاتِ غَرْقًاশপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, [ সুরা নাজিয়াত ৭৯:১ ]وَالنَّاشِطَاتِ نَشْطًاশপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে; [ সুরা নাজিয়াত ৭৯:২ ]وَالسَّابِحَاتِ سَبْحًاশপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে, [ সুরা নাজিয়াত ৭৯:৩ ]فَالسَّابِقَاتِ سَبْقًاশপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং [ সুরা নাজিয়াত ৭৯:৪ ]فَالْمُدَبِّرَاتِ […]

সুরা আ’বাসা (৮০)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىতিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। [ সুরা আ’বাসা ৮০:১ ]أَن جَاءهُ الْأَعْمَىকারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। [ সুরা আ’বাসা ৮০:২ ]وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىআপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, [ সুরা আ’বাসা ৮০:৩ ]أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىঅথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। […]

Tagged

You cannot copy content of this page