সুরা আ’বাসা (৮০)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىতিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। [ সুরা আ’বাসা ৮০:১ ]أَن جَاءهُ الْأَعْمَىকারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। [ সুরা আ’বাসা ৮০:২ ]وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىআপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, [ সুরা আ’বাসা ৮০:৩ ]أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىঅথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। […]