সুরা ক্বারিয়া (১০১)

কুরআনের বাংলা অনুবাদ – Page 11 – আল্লাহ সর্ব শক্তিমান

সুরা ক্বারিয়া (১০১)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ الْقَارِعَةُ করাঘাতকারী, [ সুরা ক্বারিয়া ১০১:১ ] مَا الْقَارِعَةُ করাঘাতকারী কি? [ সুরা ক্বারিয়া ১০১:২ ] وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ? [ সুরা ক্বারিয়া ১০১:৩ ] يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত [ সুরা ক্বারিয়া ১০১:৪ ] وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ […]

সুরা তাকাসুর (১০২)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, [ সুরা তাকাসুর ১০২:১ ] حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও। [ সুরা তাকাসুর ১০২:২ ] كَلَّا سَوْفَ تَعْلَمُونَ এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। [ সুরা তাকাসুর ১০২:৩ ] ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা […]

সুরা আসর (১০৩)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالْعَصْرِ কসম যুগের (সময়ের), [ সুরা আসর ১০৩:১ ] إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; [ সুরা আসর ১০৩:২ ] إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের। [ সুরা […]

সুরা হুমাযা (১০৪)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, [ সুরা হুমাযা ১০৪:১ ] الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে [ সুরা হুমাযা ১০৪:২ ] يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! [ সুরা হুমাযা ১০৪:৩ ] كَلَّا […]

সুরা ফীল (১০৫)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? [ সুরা ফীল ১০৫:১ ] أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? [ সুরা ফীল ১০৫:২ ] وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, […]

সুরা কুরাইশ (১০৬)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ لِإِيلَافِ قُرَيْشٍ কোরাইশের আসক্তির কারণে, [ সুরা কুরাইশ ১০৬:১ ] إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। [ সুরা কুরাইশ ১০৬:২ ] فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার [ সুরা কুরাইশ ১০৬:৩ ] الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ যিনি […]

সুরা মাউন (১০৭)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? [ সুরা মাউন ১০৭:১ ] فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় [ সুরা মাউন ১০৭:২ ] وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। [ সুরা মাউন ১০৭:৩ ] […]

সুরা কাওসার (১০৮)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। [ সুরা কাউসার ১০৮:১ ] فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। [ সুরা কাউসার ১০৮:২ ] إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ। [ সুরা কাউসার ১০৮:৩ ] উচ্চারণঃ ইন্নাআ‘তাইনা-কাল কাওছার। ফাসালিল […]

সুরা কাফিরূন (১০৯)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ বলুন, হে কাফেরকূল, [ সুরা কাফিরূন ১০৯:১ ] لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। [ সুরা কাফিরূন ১০৯:২ ] وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি [ সুরা কাফিরূন ১০৯:৩ ] وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ […]

সুরা ন’সর (১১০)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় [ সুরা ন’সর ১১০:১ ] وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, [ সুরা ন’সর ১১০:২ ] فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা […]

Tagged

You cannot copy content of this page