সুরা তালাক (৬৫)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاء فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًاহে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে […]
সুরা তাহরীম (৬৬)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌহে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। [ সুরা তাহরীম ৬৬:১ ]قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ وَاللَّهُ مَوْلَاكُمْ وَهُوَ الْعَلِيمُ […]
সুরা মুলক (৬৭)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌপূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। [ সুরা মুলক ৬৭:১ ]الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُযিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। [ সুরা মুলক […]
সুরা কালাম (৬৮)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَনূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে, [ সুরা কালাম ৬৮:১ ]مَا أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍআপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। [ সুরা কালাম ৬৮:২ ]وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍআপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। [ সুরা কালাম ৬৮:৩ ]وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيمٍআপনি অবশ্যই মহান […]
সুরা হাক্বকাহ (৬৯)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ الْحَاقَّةُসুনিশ্চিত বিষয়। [ সুরা হাক্বকাহ ৬৯:১ ]مَا الْحَاقَّةُসুনিশ্চিত বিষয় কি? [ সুরা হাক্বকাহ ৬৯:২ ]وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُআপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি? [ সুরা হাক্বকাহ ৬৯:৩ ]كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِআদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। [ সুরা হাক্বকাহ ৬৯:৪ ]فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِঅতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা […]
সুরা মা’য়ারিজ (৭০)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍএকব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত- [ সুরা মা’য়ারিজ ৭০:১ ]لِّلْكَافِرينَ لَيْسَ لَهُ دَافِعٌকাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই। [ সুরা মা’য়ারিজ ৭০:২ ]مِّنَ اللَّهِ ذِي الْمَعَارِجِতা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী। [ সুরা মা’য়ারিজ ৭০:৩ ]تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ […]
সুরা নূহ (৭১)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌআমি নূহকে প্রেরণ করেছিলাম তাঁর সম্প্রদায়ের প্রতি একথা বলেঃ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর, তাদের প্রতি মর্মন্তদ শাস্তি আসার আগে। [ সুরা নূহ ৭১:১ ]قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُّبِينٌসে বলল, হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্যে […]
সুরা জ্বীন (৭২)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًاবলুনঃ আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছেঃ আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি; [ সুরা জ্বীন ৭২:১ ]يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَا أَحَدًاযা সৎপথ প্রদর্শন করে। ফলে […]
সুরা মুযযাম্মিল (৭৩)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُزَّمِّلُহে বস্ত্রাবৃত! [ সুরা মুযযাম্মিল ৭৩:১ ]قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًاরাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে; [ সুরা মুযযাম্মিল ৭৩:২ ]نِصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًاঅর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম [ সুরা মুযযাম্মিল ৭৩:৩ ]أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًاঅথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে। […]
সুরা মুদ্দাসসির (৭৪)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُدَّثِّرُহে চাদরাবৃত! [ সুরা মুদ্দাসসির ৭৪:১ ]قُمْ فَأَنذِرْউঠুন, সতর্ক করুন, [ সুরা মুদ্দাসসির ৭৪:২ ]وَرَبَّكَ فَكَبِّرْআপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন, [ সুরা মুদ্দাসসির ৭৪:৩ ]وَثِيَابَكَ فَطَهِّرْআপন পোশাক পবিত্র করুন [ সুরা মুদ্দাসসির ৭৪:৪ ]وَالرُّجْزَ فَاهْجُرْএবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। [ সুরা মুদ্দাসসির ৭৪:৫ ]وَلَا تَمْنُن تَسْتَكْثِرُঅধিক প্রতিদানের আশায় অন্যকে […]