সুরা কিয়ামা’ত (৭৫)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِআমি শপথ করি কেয়ামত দিবসের, [ সুরা কিয়ামা’ত ৭৫:১ ]وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِআরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়- [ সুরা কিয়ামা’ত ৭৫:২ ]أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُমানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? [ সুরা কিয়ামা’ত ৭৫:৩ ]بَلَى قَادِرِينَ عَلَى أَن […]
সুরা দা’হর (৭৬)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ هَلْ أَتَى عَلَى الْإِنسَانِ حِينٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُن شَيْئًا مَّذْكُورًاমানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। [ সুরা দা’হর ৭৬:১ ]إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًاআমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে […]
সুরা মুরসালাত (৭৭)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالْمُرْسَلَاتِ عُرْفًاকল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ, [ সুরা মুরসালাত ৭৭:১ ]فَالْعَاصِفَاتِ عَصْفًاসজোরে প্রবাহিত ঝটিকার শপথ, [ সুরা মুরসালাত ৭৭:২ ]وَالنَّاشِرَاتِ نَشْرًاমেঘবিস্তৃতকারী বায়ুর শপথ [ সুরা মুরসালাত ৭৭:৩ ]فَالْفَارِقَاتِ فَرْقًاমেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং [ সুরা মুরসালাত ৭৭:৪ ]فَالْمُلْقِيَاتِ ذِكْرًاওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- [ সুরা মুরসালাত ৭৭:৫ ]عُذْرًا أَوْ نُذْرًاওযর-আপত্তির অবকাশ […]
সুরা নাবা (৭৮)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءلُونَতারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? [ সুরা নাবা ৭৮:১ ]عَنِ النَّبَإِ الْعَظِيمِমহা সংবাদ সম্পর্কে, [ সুরা নাবা ৭৮:২ ]الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَযে সম্পর্কে তারা মতানৈক্য করে। [ সুরা নাবা ৭৮:৩ ]كَلَّا سَيَعْلَمُونَনা, সত্ত্বরই তারা জানতে পারবে, [ সুরা নাবা ৭৮:৪ ]ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَঅতঃপর না, সত্বর তারা জানতে পারবে। [ […]
সুরা নাজিয়াত (৭৯)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالنَّازِعَاتِ غَرْقًاশপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, [ সুরা নাজিয়াত ৭৯:১ ]وَالنَّاشِطَاتِ نَشْطًاশপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে; [ সুরা নাজিয়াত ৭৯:২ ]وَالسَّابِحَاتِ سَبْحًاশপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে, [ সুরা নাজিয়াত ৭৯:৩ ]فَالسَّابِقَاتِ سَبْقًاশপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং [ সুরা নাজিয়াত ৭৯:৪ ]فَالْمُدَبِّرَاتِ […]
সুরা আ’বাসা (৮০)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىতিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। [ সুরা আ’বাসা ৮০:১ ]أَن جَاءهُ الْأَعْمَىকারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। [ সুরা আ’বাসা ৮০:২ ]وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىআপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, [ সুরা আ’বাসা ৮০:৩ ]أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىঅথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। […]
সুরা তাকভীর (৮১)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْযখন সূর্য আলোহীন হয়ে যাবে, [ সুরা তাকভীর ৮১:১ ]وَإِذَا النُّجُومُ انكَدَرَتْযখন নক্ষত্র মলিন হয়ে যাবে, [ সুরা তাকভীর ৮১:২ ]وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْযখন পর্বতমালা অপসারিত হবে, [ সুরা তাকভীর ৮১:৩ ]وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْযখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে; [ সুরা তাকভীর ৮১:৪ ]وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْযখন বন্য পশুরা একত্রিত […]
সুরা ইনফিতার (৮২)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا السَّمَاء انفَطَرَتْযখন আকাশ বিদীর্ণ হবে, [ সুরা ইনফিতার ৮২:১ ]وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْযখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, [ সুরা ইনফিতার ৮২:২ ]وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْযখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, [ সুরা ইনফিতার ৮২:৩ ]وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْএবং যখন কবরসমূহ উম্মোচিত হবে, [ সুরা ইনফিতার ৮২:৪ ]عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْতখন প্রত্যেকে জেনে নিবে […]
সুরা মুতাফফিফীন (৮৩)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَযারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ, [ সুরা মুতাফফিফীন ৮৩:১ ]الَّذِينَ إِذَا اكْتَالُواْ عَلَى النَّاسِ يَسْتَوْفُونَযারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় [ সুরা মুতাফফিফীন ৮৩:২ ]وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَএবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। [ সুরা […]
সুরা ইনশিকাক (৮৪)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا السَّمَاء انشَقَّتْযখন আকাশ বিদীর্ণ হবে, [ সুরা ইনশিকাক ৮৪:১ ]وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত [ সুরা ইনশিকাক ৮৪:২ ]وَإِذَا الْأَرْضُ مُدَّتْএবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। [ সুরা ইনশিকাক ৮৪:৩ ]وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْএবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ […]