সুরা ফীল (১০৫)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? [ সুরা ফীল ১০৫:১ ] أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? [ সুরা ফীল ১০৫:২ ] وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, […]
সুরা কুরাইশ (১০৬)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ لِإِيلَافِ قُرَيْشٍ কোরাইশের আসক্তির কারণে, [ সুরা কুরাইশ ১০৬:১ ] إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। [ সুরা কুরাইশ ১০৬:২ ] فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার [ সুরা কুরাইশ ১০৬:৩ ] الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ যিনি […]
সুরা মাউন (১০৭)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? [ সুরা মাউন ১০৭:১ ] فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় [ সুরা মাউন ১০৭:২ ] وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। [ সুরা মাউন ১০৭:৩ ] […]
সুরা কাওসার (১০৮)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। [ সুরা কাউসার ১০৮:১ ] فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। [ সুরা কাউসার ১০৮:২ ] إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ। [ সুরা কাউসার ১০৮:৩ ] উচ্চারণঃ ইন্নাআ‘তাইনা-কাল কাওছার। ফাসালিল […]
সুরা কাফিরূন (১০৯)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ বলুন, হে কাফেরকূল, [ সুরা কাফিরূন ১০৯:১ ] لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। [ সুরা কাফিরূন ১০৯:২ ] وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি [ সুরা কাফিরূন ১০৯:৩ ] وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ […]
সুরা ন’সর (১১০)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় [ সুরা ন’সর ১১০:১ ] وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, [ সুরা ন’সর ১১০:২ ] فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা […]
সুরা লাহাব (১১১)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, [ সুরা লাহাব ১১১:১ ] مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। [ সুরা লাহাব ১১১:২ ] سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে […]
সুরা ইখলাস (১১২)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন, তিনি আল্লাহ, এক, [ সুরা ইখলাস ১১২:১ ] اللَّهُ الصَّمَدُ আল্লাহ অমুখাপেক্ষী, [ সুরা ইখলাস ১১২:২ ] لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি [ সুরা ইখলাস ১১২:৩ ] وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ এবং তার সমতুল্য কেউ নেই। [ […]
সুরা ফালাক (১১৩)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, [ সুরা ফালাক ১১৩:১ ] مِن شَرِّ مَا خَلَقَ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, [ সুরা ফালাক ১১৩:২ ] وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, [ সুরা ফালাক ১১৩:৩ ] وَمِن […]
সুরা নাস (১১৪)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, [ সুরা নাস ১১৪:১ ] مَلِكِ النَّاسِ মানুষের অধিপতির, [ সুরা নাস ১১৪:২ ] إِلَهِ النَّاسِ মানুষের মা’বুদের [ সুরা নাস ১১৪:৩ ] مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে, [ সুরা নাস ১১৪:৪ […]