সুরা তীন (৯৫)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, [ সুরা তীন ৯৫:১ ] وَطُورِ سِينِينَ এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, [ সুরা তীন ৯৫:২ ] وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ এবং এই নিরাপদ নগরীর। [ সুরা তীন ৯৫:৩ ] لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। [ সুরা তীন […]
সুরা আলাক (৯৬)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন [ সুরা আলাক ৯৬:১ ] خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। [ সুরা আলাক ৯৬:২ ] اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, [ সুরা আলাক ৯৬:৩ ] الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ যিনি […]
সুরা ক্বদর (৯৭)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ আমি একে নাযিল করেছি শবে-কদরে। [ সুরা ক্বদর ৯৭:১ ] وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? [ সুরা ক্বদর ৯৭:২ ] لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। [ সুরা ক্বদর ৯৭:৩ ] تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ […]
সুরা বাইয়্যেনাহ (৯৮)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত। [ সুরা বাইয়্যেনাহ ৯৮:১ ] رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةً অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা, [ […]
সুরা যিলযাল (৯৯)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, [ সুরা যিলযাল ৯৯:১ ] وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا যখন সে তার বোঝা বের করে দেবে। [ সুরা যিলযাল ৯৯:২ ] وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا এবং মানুষ বলবে, এর কি হল ? [ সুরা যিলযাল ৯৯:৩ ] يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا সেদিন সে […]
সুরা আদিয়্যাত (১০০)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, [ সুরা আদিয়্যাত ১০০:১ ] فَالْمُورِيَاتِ قَدْحًا অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের [ সুরা আদিয়্যাত ১০০:২ ] فَالْمُغِيرَاتِ صُبْحًا অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের [ সুরা আদিয়্যাত ১০০:৩ ] فَأَثَرْنَ بِهِ نَقْعًا ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে [ সুরা আদিয়্যাত ১০০:৪ ] فَوَسَطْنَ بِهِ جَمْعًا […]
সুরা ক্বারিয়া (১০১)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ الْقَارِعَةُ করাঘাতকারী, [ সুরা ক্বারিয়া ১০১:১ ] مَا الْقَارِعَةُ করাঘাতকারী কি? [ সুরা ক্বারিয়া ১০১:২ ] وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ? [ সুরা ক্বারিয়া ১০১:৩ ] يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত [ সুরা ক্বারিয়া ১০১:৪ ] وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ […]
সুরা তাকাসুর (১০২)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, [ সুরা তাকাসুর ১০২:১ ] حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও। [ সুরা তাকাসুর ১০২:২ ] كَلَّا سَوْفَ تَعْلَمُونَ এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। [ সুরা তাকাসুর ১০২:৩ ] ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা […]
সুরা আসর (১০৩)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالْعَصْرِ কসম যুগের (সময়ের), [ সুরা আসর ১০৩:১ ] إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; [ সুরা আসর ১০৩:২ ] إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের। [ সুরা […]
সুরা হুমাযা (১০৪)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, [ সুরা হুমাযা ১০৪:১ ] الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে [ সুরা হুমাযা ১০৪:২ ] يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! [ সুরা হুমাযা ১০৪:৩ ] كَلَّا […]